নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ফিরে পেতে আবার আশার আলো দেখছেন বহু মানুষ। ‘প্রাপ্তি’ প্রকল্পের আওতায় ফের একবার নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ। জেলা জুড়ে বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোট ৭৩০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার, পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত একটি অনুষ্ঠানে ১০ জনকে তাঁদের হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিলেন পুলিশ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “৭৩০টি মোবাইল ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানে ১০ জনকে ফোন দেওয়া হয়েছে। বাকি ফোনগুলি যথাযথ যাচাইয়ের পর সংশ্লিষ্ট থানা মারফত প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।”
২০২২ সালের শেষের দিক থেকে পুরুলিয়া জেলা পুলিশের ‘প্রাপ্তি’ প্রকল্প চালু হয়েছে। কারিগরি সহায়তা ও আধুনিক অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে এখন পর্যন্ত বহু হারানো ফোন উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁদের মালিকদের। এর ফলে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা যেমন বেড়েছে, তেমনই প্রশংসিত হয়েছে পুলিশের প্রযুক্তি নির্ভর সক্রিয়তা।

পুরুলিয়া জেলা পুলিশের এক আধিকারিক জানান, “অনেক সময় বাসে, ট্রেনে বা বাজারে মোবাইল হারিয়ে যায়। আগের দিনে এসব ফেরত পাওয়ার কোনও উপায় ছিল না। এখন প্রযুক্তির মাধ্যমে সেই ফোন ট্র্যাক করে উদ্ধার করা সম্ভব হচ্ছে।”
জেলার বাসিন্দারা এই উদ্যোগে ভীষণ খুশি। কেউ বলছেন, “মনে হচ্ছিল হারানো ফোনটা আর ফিরে পাব না। কিন্তু পুলিশ যেভাবে ফোনটা ফেরত দিয়েছে, তাতে অবাক হয়ে গিয়েছি।” আবার কেউ কেউ জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে পুলিশের সঙ্গে জনসাধারণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।
‘প্রাপ্তি’ প্রকল্প এখন শুধুই ফোন ফেরানোর প্রকল্প নয়, বরং হারিয়ে যাওয়া ভরসা ফেরানোর আরেক নাম হয়ে উঠছে।
Post Comment