insta logo
Loading ...
×

৫৩ কেজি আফিম খড় বাজেয়াপ্ত, জয়পুরে পুলিশের জালে ১

৫৩ কেজি আফিম খড় বাজেয়াপ্ত, জয়পুরে পুলিশের জালে ১

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

ঝাড়খণ্ড থেকে ৫৩ কেজির বেশি আফিম খড় বাইকে করে নিয়ে আসছিল যুবক। ঝাড়খণ্ড বাংলা সীমান্তে হাতেনাতে তাকে ধরে ফেলল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক প্লাস্টিকের বস্তা ও একটি দামি ডিউক মোটরবাইক। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুর থানার চিড়কামু সীমান্তে নাকা চেকিং চলাকালীন ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।

পুলিশ সূত্রের খবর, বাঘলতা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সঞ্জয় দিগার গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল নিয়ে নাকা চেকিংয়ে নামেন। সন্ধে ৭টা ১০ মিনিট নাগাদ একটি রুপালি রঙের কেটিএম ডিউক ২০০ বাইক ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করে। চেকপোস্ট দেখতে পেয়ে বাইকচালক পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত তাকে পাকড়াও করে।

ধৃতের নাম বাদল ঘোষ। বছর বত্রিশের ওই যুবকের বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডির পাটাহেঁসলা গ্রামে। তার বাইকে চারটি বড়সড় নাইলনের বস্তা ছিল। শুরুতে নিজের পরিচয় বা বস্তাগুলোর বিষয় কিছুই স্পষ্ট করে বলতে চায়নি সে। ঘটনাস্থলে আসেন ঝালদার এসডিপিও গৌরব ঘোষ।

পরে পুলিশ ধৃতের উপস্থিতিতে বস্তাগুলি খুলে দেখে, সেগুলিতে রয়েছে আফিম খড়। তার মোট ওজন ৫৩.৬০০ কেজি।

এসডিপিও’র উপস্থিতিতে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। বাদল ঘোষকে সোমবার রাতেই গ্রেফতার করে এনডিপিএস আইনের ১৫(সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের সন্দেহ ঘটনার পেছনে বড় কোনও মাদকচক্র জড়িয়ে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে।

Post Comment