insta logo
Loading ...
×

২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে মানবাজারে সরকারি কর্মচারীদের আলোচনা সভা

২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে মানবাজারে সরকারি কর্মচারীদের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে ২১ জুলাইয়ের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে মানবাজারে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল চারটের সময় মানবাজার এক নম্বর ব্লকের আনন্দধারা মিটিং হলে এই সভা আয়োজিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাননীয়া মন্ত্রী সন্ধ্যারানি টুডু, তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, তৃণমূল নেতা অপূর্ব সিংহ, মানবেন্দ্র চক্রবর্তী, জেলা ফেডারেশনের সভাপতি সুপ্রিয় দত্ত, জেলা কমিটির নেতৃস্থানীয় সদস্য চিরন্তন ব্যানার্জি, জিতেন দাস, জগন্নাথ মাহাতো, কৌশিক রায় সহ মানবাজার ব্লকের সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ২১ জুলাইয়ের কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তোলার উপর জোর দেন। কর্মীদের মধ্যে সামাজিক-রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একতা ও সংহতির বার্তাও তুলে ধরা হয়।

Post Comment