নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া:
বকেয়া বিল মেটানোর দাবিতে পুজোর মুখে কাজ বন্ধ রেখে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরে অবস্থান বিক্ষোভে নামলেন ঠিকাদাররা। বৃহস্পতিবার দপ্তরের প্রধান নির্বাহী বাস্তুকরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
ঠিকাদারদের অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রায় ২০০ কোটিরও বেশি টাকা এখনও বকেয়া রয়েছে। ফলে মারাত্মক আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারা জানান, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়কাল থেকে জল সরবরাহের টাকা আটকে আছে। শুধু তাই নয়, গ্রীষ্মকালে ট্যাংকের মাধ্যমে গ্রামে পানীয় জল সরবরাহ এবং নদী থেকে পাম্পের সাহায্যে জল উত্তোলনের বিলও দেওয়া হয়নি।
অভিযোগ, এ নিয়ে জেলা প্রশাসনের কাছে বারবার জানানো হলেও কোনো ফল মেলেনি। তাই বাধ্য হয়ে মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর পক্ষ থেকে এদিন তারা আন্দোলনে নামেন।
এ বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকার সনৎ অধিকারী বলেন,
“ঠিকাদারদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে”।










Post Comment