insta logo
Loading ...
×

হোয়াটসঅ্যাপে ক্লিক, উধাও লক্ষ টাকা!

হোয়াটসঅ্যাপে ক্লিক, উধাও লক্ষ টাকা!

নিজস্ব প্রতিবেদন, কাশিপুর:

স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে এল এক অচেনা লিংক। তা ছুঁতেই নিমেষে উধাও হয়ে গেল ব্যাংক একাউন্টের লক্ষাধিক টাকা! বৃহস্পতিবার বিকেলে এমনই চাঞ্চল্যকর সাইবার প্রতারণার শিকার হলেন কাশিপুর থানার সুতাবই গ্রামের বাসিন্দা রবিন কর্মকার। ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় সাইবার প্রতারকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কাশিপুর থানায়।

রবিনবাবু পুলিশকে জানান, ওইদিন বিকেলে তাঁর হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে একটি লিংক আসে। তিনি সেটিতে ক্লিক করতেই আচমকা তাঁর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলটি আবার চালু হলে একের পর এক ছয়টি ব্যাংক লেনদেনের মেসেজ এসে পৌঁছয়।

সেই মেসেজ থেকে তিনি জানতে পারেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা উধাও হয়ে গেছে।

ঘটনার পর হতভম্ব রবিন কর্মকার শুক্রবার থানায় অভিযোগ জানাতে ছুটে যান।

কাশিপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি সাইবার প্রতারণার মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সাইবার সেলের সঙ্গেও সমন্বয় রেখে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে—অজানা নম্বর থেকে আসা কোনও লিংক বা মেসেজে না ক্লিক করার পরামর্শও দেওয়া হয়েছে।

চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, “এইভাবে মোবাইল ফোনে লিংক পাঠিয়ে যদি টাকা চলে যায়, তবে আমরা আর কতটা নিরাপদ?”

Post Comment