নিজস্ব প্রতিনিধি, হুড়া:
হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ছক্কা হাঁকাল তৃণমূল। রবিবার হুড়া থানার এম এ অ্যাকাডেমি হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা, অন্যদিকে বাম জোট প্রার্থীরা লড়াইয়ে অংশগ্রহণ করেন। নির্বাচনে কিছু আসনে নির্দল প্রার্থীরাও অংশ নেন, তবে বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি।
রাতের ঘোষণায় দেখা যায়, মোট চৌদ্দ জন প্রার্থীর মধ্যে ছয় আসনে জয়ী হন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। জয়ী প্রার্থীদের মধ্যে আছেন অনন্ত মাহাতো, তরনীসেন মাহাতো, তাবরেজ খালিফা, প্রদীপ কুমার মান্ডি, সামসাদ আনসারী এবং আন্না সহিস।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিধানসভা ভোটের আগে এই জয় ঘাসফুল শিবিরের জন্য গুরুত্বপূর্ণ অক্সিজেন হিসেবে কাজ করবে। অন্যদিকে, বাম সমর্থিত প্রার্থীরা ছয় আসনে পরাজিত হলেও ভালো ভোট পেয়েছেন, যা এলাকার রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তথ্য।
তৃণমূল নেতারা দাবি করেছেন, “অনেক চেষ্টা এবং বিভিন্ন সমীকরণ সাজিয়েও বিরোধীরা তৃণমূলকে রুখতে পারছে না।”











Post Comment