নিজস্ব প্রতিনিধি, হুড়া:
এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটলো। হুড়া থানার খৈরিপিহিড়া গ্রামে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ টাকা ও অলংকার হাতিয়ে নিয়েছে। স্বামী-স্ত্রী মিলে কলকাতায় ছেলের কাছে যাওয়ার পরই এই চুরির ঘটনা ঘটে।
চঞ্চলা দেশমুখ নামে বাড়ির মালকিন জানিয়েছেন, গত ১৯ অক্টোবর বাড়িতে তালা দিয়ে তারা কলকাতায় গিয়েছিলেন। এরপর ২৪ অক্টোবর মানপুর গ্রামের ভাই কালিদাস সেনাপতি বাড়িটি দেখতে গেলে দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায় আলমারি, লকার সব খোলা ও ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমারিতে রাখা ছিল ৩৯ হাজার টাকা নগদ, প্রায় দুই ভরি সোনা ও ১০ ভরি রুপোর অলংকার। অনুমান করা হচ্ছে কয়েক লক্ষ টাকার মালপত্র খোয়া গিয়েছে। চঞ্চলা দেবীর অভিযোগের ভিত্তিতে হুড়া থানায় চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।










Post Comment