insta logo
Loading ...
×

হালকা থেকে মাঝারি বৃষ্টি পুরুলিয়া জুড়ে

হালকা থেকে মাঝারি বৃষ্টি পুরুলিয়া জুড়ে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বর্ষা দুর্বল হয়ে পড়লেও সোমবার (১৮ আগস্ট) পুরুলিয়ায় বৃষ্টি কিছুটা ঘুরে দাঁড়াল। জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির তারতম্য ছিল চোখে পড়ার মতো—কোথাও ২–৩ মিমি, আবার কোথাও ২০ মিমির বেশি। গড় বৃষ্টিপাত দাঁড়াল ১০.৭ মিমি।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ৩.৪, জয়পুর – ২৮.৬, ঝালদা – ১২.০, বাঘমুণ্ডি – ১০.০, মানবাজার – ১৩.০, বলরামপুর – ৪.১, বরাবাজার – ১২.০, নিতুড়িয়া – ৩.০, সাঁতুড়ি – ৯.৪, পুঞ্চা – ১৭.৬, হুড়া – ৩.২, কাশীপুর – ০, পাড়া – ২২.৮।

জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩১.২° সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.২° সেলসিয়াস।

Post Comment