insta logo
Loading ...
×

হাটের মাঝে বজ্রপাত! আহত ১১

হাটের মাঝে বজ্রপাত! আহত ১১

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:


পুরুলিয়ার জয়পুর থানার পুন্দাগ গ্রামের সাপ্তাহিক হাটে আচমকা বজ্রপাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বুধবার সন্ধ্যা ঠিক ছ’টার সময় হাটের ভিড় তখন চরমে। ঠিক সেই সময়েই আচমকা ঝড়-বৃষ্টি আর তার সঙ্গে তীব্র বজ্রপাত হাটের ঠিক মাঝখানে আঘাত হানে। মুহূর্তের মধ্যে সব ওলট-পালট হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেঘ করে আসে। ঝোড়ো হাওয়া ও ঝিরঝির বৃষ্টির মাঝে বাজ পড়ে হাটের প্রাণকেন্দ্রে। ভয় ও আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। সেই বজ্রাঘাতে অন্তত ১১ জন গুরুতর আহত হন।

জয়পুর থানার বাগলতা ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় দিগার ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের তৎক্ষণাৎ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তবে গুরুতর আহত লক্ষ্মী মাহাতো ও আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাকি আহতদের মধ্যে যাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা, তাঁদের বোকারো হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটে উপস্থিত ও বজ্রপাতে জখম পাণ্ডব মণ্ডল বলেন,
“বৃষ্টি শুরু হতেই সবাই যে যার মতো ছুটতে শুরু করে। নইলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।”

এলাকারই রবি মাহাতো বলেন,
“এই হাটে আশপাশের গ্রাম ও ঝাড়খণ্ডের সীমান্ত থেকেও প্রচুর মানুষ আসেন। এই রকম বিপর্যয় এই হাটে আগে কখনও ঘটেনি।”

হাসপাতালে আসেন জয়পুর থানার আইসি লিটন রক্ষিত। কথা বলেন আহতদের আত্মীয়দের সঙ্গে। জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

Post Comment