insta logo
Loading ...
×

হাঁস চুরির অপবাদ দিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রকে বেধ*ড়ক মা*র, বলরামপুর থানায় অভিযোগ

হাঁস চুরির অপবাদ দিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রকে বেধ*ড়ক মা*র, বলরামপুর থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নিরিবিলি গ্রাম হঠাৎই অশান্ত হয়ে উঠল। শনিবার দুপুরে বলরামপুর ব্লক সদরের একটিনস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র অন্যান্য দিনের মতোই স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। মাঝপথে ঘটে গেল অঘটন।

অভিযোগ, স্কুলের পাশেই এক ব্যক্তি পথ আটকে দাঁড়ালেন। অজুহাত দেখিয়ে তিনি কিশোরটিকে নিজের বাড়িতে টেনে নিয়ে যান। সেখানে হঠাৎই শুরু হয় ভয়ঙ্কর পর্ব—শিশুটিকে হাঁস চুরির মিথ্যা অভিযোগে অমানবিকভাবে মারধর ও অপমান করা হয়। অভিযুক্ত ব্যক্তি দাবি করে, গত মঙ্গলবার তার একটি হাঁস হারিয়েছে, আর সেই চুরির জন্যই দায়ী এই কচি স্কুলপড়ুয়া।

কিন্তু অভিযোগের বিপরীতে শিশুটির পরিবার জানিয়েছে, যেদিনের কথা বলা হচ্ছে, সেদিন তাদের ছেলে স্কুলেই যায়নি। শনিবার ঘটনার পরেই ওই কিশোরের বাবা ছুটে যান বলরামপুর থানায় এবং লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একজনের বিরুদ্ধে বলরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment