নিজস্ব প্রতিনিধি, আড়শা:
হনুমানের আতঙ্ক অব্যাহত আড়শায় । এখনও অধরা সেই হনুমান। সোমবার হনুমানের নখের আঁচড়ে জখম হয়েছেন আরও ২ জন বাসিন্দা। সবমিলিয়ে হনুমানের কামড়ে জখম হলেন দুটি গ্রামের ১২ জন গ্রামবাসী । এদিকে বনদপ্তরের তিন দিন ধরে হনুমান ধরার চেষ্টা বিফলে যাওয়ায় আরও আতঙ্কিত গ্রামবাসীরা। তবে বনদপ্তর জানিয়েছে হনুমানটিকে বিভিন্ন ভাবে খাঁচা বন্দি করার চেষ্টা চলছে।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা ও তুম্বাঝালদা গ্রামের কাছে কংসাবতী নদীর ধারে প্রায় দুর্গাপুজোর আগে থেকে একদল হনুমান ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একটি পুরুষ হনুমান আচমকা গ্রামবাসীদের কামড়ে দিচ্ছে। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে বামুনডিহা ও তুম্বাঝালদা গ্রামের ১২ জন গ্রামবাসী আহত হয়েছেন।

তুম্বাঝালদা গ্রামের বাসিন্দা মথুর দাস, চিত্তরঞ্জন মাহাত জানান, “ওই হনুমানের দৌরাত্ম্যে আমাদের রাতের ঘুম উড়ে গেছে। হঠাৎ গাছ থেকে নেমে হনুমানটি মানুষকে আক্রমণ করছে।”
তুম্বাঝালদা গ্রামের আর এক বাসিন্দা দিলিপ মাহাত বলেন, “হনুমানের আতঙ্কে আমাদের ধানের জমি,আনাজ ক্ষেত যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
বনদপ্তরের এক আধিকারিক বলেন, “ওই হনুমানের কামড়ে ১২ জন গ্রামবাসী আহত হয়েছেন । তিনদিন ধরে আমাদের বনকর্মীরা হনুমানটিকে ধরার চেষ্টা করছেন। বসানো হয়েছে খাঁচাও।”
Post Comment