নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
অকারণে স্ত্রীর প্রতি সন্দেহ এবং নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে গালিগালাজ ও মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাঁওতালডিহি থানার পুলিশ। ধৃতের নাম সুজিত মাহালী। তার বাড়ি কাঁকিবাজার মাহালিপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নির্যাতিতা স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment