নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নিখোঁজ হওয়ার দিন রাতেই কিশোরীকে উদ্ধার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। রবিবার সকালে স্নানের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি রেনি রোড এলাকার ১৫ বছরের এক নাবালিকা। দীর্ঘ সময় কেটে গেলেও তার খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার রাতে থানায় অপহরণের অভিযোগ দায়ের করে।
পরিবার সূত্রে খবর, রবিবার সকালবেলা বাড়ি থেকে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল মেয়েটি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয়-প্রতিবেশী থেকে শুরু করে পরিচিত সবখানে সন্ধান করেও কোনও লাভ হয়নি।
অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে পুলিশ রাতেই রেনি রোড এলাকা থেকেই কিশোরীকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনও অপহরণের প্রমাণ মেলেনি। তবে পুরো ঘটনার তদন্ত চলছে। সোমবার শিশু কল্যাণ কমিটির তত্ত্বাবধানে কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Post Comment