insta logo
Loading ...
×

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম ভৈরব গরাই (৬৫)।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে গ্রামেরই একটি পুকুরে স্নান করতে যান ভৈরববাবু। দীর্ঘক্ষণ তিনি জল থেকে না ওঠায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই ভৈরব গরাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়।

তড়িঘড়ি তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কৃষ্ণপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ভৈরববাবু প্রতিদিনই পুকুরে স্নান করতেন। কিন্তু এদিন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রঘুনাথপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Post Comment