নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে, পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া নিউ কলোনি এলাকায়।
মৃতের নাম সঞ্জয় বন্দ্যোপাধ্যায় (৫৫)। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দু’মাস আগে তাঁর স্ত্রী মারা যান। নিঃসন্তান সঞ্জয়বাবু সেই সময় থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি করেছে পরিবার।
শুক্রবার সকালে বাড়ির এক কক্ষে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। এরপরই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়মাড্ডি স্বাস্থ্যকেন্দ্রে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।








Post Comment