নিজস্ব প্রতিনিধি , সাঁওতালডিহি:
মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃতের নাম মধুসূদন বাউরি। তার বাড়ি সাঁওতালডিহি থানার দেউলী গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রী তনুশ্রী বাউরিকে বেধড়ক মারধর করে সে। অভিযোগ, এরপর গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করে মধুসূদন। কোনোরকমে পালিয়ে প্রাণ বাঁচান তনুশ্রী।
শুক্রবার সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মধুসূদনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment