নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বিয়ের দুবছরের মধ্যে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। আর তারপর নিজে হলো আত্মঘাতী। মৃতা বধূর নাম নেহা মাহালী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়া এলাকায়। বিয়ের মাত্র দু-বছরের মধ্যেই এই মর্মান্তিক পরিণতির শিকার হল ওই গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা গেছে, নেহা ভালোবেসে বিয়ে করেছিল পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শিমুলঘাটা এলাকার বাসিন্দা চিন্টু সিং-কে। বিয়ের কয়েক দিন পর থেকেই তাদের অশান্তি শুরু হয়। তারপর থেকে তারা প্রায়ই আলাদা থাকতেন। এমনকি বিবাহ বিচ্ছেদ করার জন্য নেহা আদালতে আবেদনও করে। তার মাঝেই মঙ্গলবার রাতে নেহার বাড়ির অদূরে একটি জলাশয়ের পাড়ে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় চিন্টু। পর পর কোপ মারে নেহার শরীরে। তখনই চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে। চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি নেহাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ প্রায়শই নেহার উপরে অত্যাচার করতো চিন্টু। এই কারণেই স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছিল সে।
অপরদিকে দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া আদ্রা রেল শাখার তেলকল পাড়া রেলগেটে চিন্টু সিং চলন্ত ট্রেনের সামনে ঢুকে আত্মঘাতী হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চিন্টুর মা সুরভী সিং-কে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment