নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বেড়ে গেল পাড়ায় সমাধান শিবিরের সংখ্যা। পুরুলিয়া জেলায় এই প্রকল্প বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে ২৩ সদস্যের একটি জেলা টাস্ক ফোর্স। প্রথমে ঠিক হয়েছিল জেলার মোট ক্যাম্প হবে ৮৫০টি। বর্তমানে সংখ্যাটা বাড়িয়ে করা হয়েছে ৯৭৫। জানালেন পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক সুদীপ পাল। প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা এবং প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ থাকবে। প্রয়োজন হলে বরাদ্দের অতিরিক্ত অর্থ জেলা দপ্তর থেকেই আসবে।
পুরুলিয়া জেলায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে বিভিন্ন ব্লক ও পুরসভায় মোট ২,৫১০টি বুথে ৯৭৫টি শিবির আয়োজিত হচ্ছে। নিচে ব্লক ও পুরসভার ভিত্তিতে বুথ এবং শিবিরের সংখ্যা দেওয়া হলো—

▪️আড়শা – ১২৬টি বুথ / ৪৯টি শিবির
▪️বাঘমুণ্ডি – ১১৩টি বুথ / ৪৪টি শিবির
▪️বলরামপুর – ১১১টি বুথ / ৪১টি শিবির
▪️বান্দোয়ান – ৯৩টি বুথ / ৩৩টি শিবির
▪️বরাবাজার – ১৫৭টি বুথ / ৫৬টি শিবির
▪️হুড়া – ১২৬টি বুথ / ৪৬টি শিবির
▪️জয়পুর – ১০২টি বুথ / ৪০টি শিবির
▪️ঝালদা-১ – ১১২টি বুথ / ৪৯টি শিবির
▪️ঝালদা-২ – ১২৩টি বুথ / ৪৯টি শিবির
▪️ঝালদা পৌরসভা – ১৭টি বুথ / ১৭টি শিবির
▪️কাশীপুর – ১৭০টি বুথ / ৬০টি শিবির
▪️মানবাজার-১ – ১৪০টি বুথ / ৫০টি শিবির
▪️মানবাজার-২ – ৯৩টি বুথ / ৩৫টি শিবির
▪️নিতুড়িয়া – ৮৭টি বুথ / ৩৪টি শিবির
▪️পাড়া– ১৬৮টি বুথ / ৬৮টি শিবির
▪️পুঞ্চা – ১১৪টি বুথ / ৪৫টি শিবির
▪️পুরুলিয়া-১– ১২১টি বুথ / ৪৭টি শিবির
▪️পুরুলিয়া-২ – ১৩৬টি বুথ / ৫৩টি শিবির
▪️পুরুলিয়া পৌরসভা – ১১৩টি বুথ / ৪৫টি শিবির
▪️রঘুনাথপুর-১– ১০৩টি বুথ / ৪০টি শিবির
▪️রঘুনাথপুর-২ – ৯৫টি বুথ / ৩৪টি শিবির
▪️রঘুনাথপুর পৌরসভা– ২২টি বুথ / ১৩টি শিবির
▪️সাঁতুড়ি– ৬৮টি বুথ / ২৭টি শিবির
মোট▪️২,৫১০টি বুথ ▪️৯৭৫টি শিবির।
এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।টাস্ক ফোর্সের মধ্যে রয়েছেন পুলিশ সুপার, তিন জন অতিরিক্ত জেলাশাসক, চারটি মহকুমার মহকুমাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, গ্রামোন্নয়ন, শিক্ষা, পরিবহণ, শিশু বিকাশ, পূর্ত, বিদ্যুৎ, কৃষি বিপণন, তথ্য-সংস্কৃতি সহ মোট ১৬টি দপ্তরের আধিকারিকরা।
এই প্রকল্পে ১৬টি বিভাগের আওতায় এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী প্রকল্প গৃহীত হবে। সেই বিভাগগুলি হল:

.নিকাশী ও পয়ঃপ্রণালী ব্যবস্থা
.পানীয় জলের পরিষেবা
.পথবাতি স্থাপন ও মেরামতি
.কমিউনিটি টয়লেট
.অঙ্গনওয়াড়ি কেন্দ্র উন্নয়ন
.প্রাথমিক স্কুল পরিকাঠামো উন্নয়ন
.জলাশয় সংস্কার ও সংরক্ষণ
.আবর্জনা ব্যবস্থাপনা
.জনসাধারণের ছাউনিযুক্ত বসার জায়গা
.বাজার এলাকা উন্নয়ন
.সাংস্কৃতিক পরিকাঠামো ও মঞ্চ
.পরিবহন সংযোগ উন্নয়ন
.সবুজায়ন প্রকল্প
.বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণ
.রাস্তা নির্মাণ ও সংস্কার
.বিবিধ স্থানীয় চাহিদা অনুযায়ী প্রকল্প
Post Comment