নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
চারদিক স্তব্ধ। তখন সোমবার ভোররাত। দক্ষিণ–পূর্ব রেলের মুরি–চাণ্ডিল শাখার সুইসা স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে তখন নীরবতা। হঠাৎই সেই নীরবতা ভাঙল চাঞ্চল্যে। রেললাইনের উপর শায়িত অবস্থায় পড়ে আছে দুই নাবালিকা মেয়ে ও এক মহিলার নিথর দেহ। তাদের মধ্যে ২ জন মা, মেয়ে ও বোন। পুলিশ জানিয়েছে,
মৃতদের নাম, মা কাজল
মাছোয়াড় (২৫), মেয়ে রাখি মাছোয়াড় (৭), মৃত মায়ের বোন রেখা মাছোয়াড় (১৩)।
ভিডিওগ্রাফির মাধ্যমে মৃতদের সুরতহাল হয় পুরুলিয়া জিআরপি থানায়।
ওই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর পৌঁছয় জিআরপি-র কাছে। ভোরেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ তিনটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দা দীপক কুইরি জানান,
“এমন ঘটনা জীবনে দেখিনি। রাতের অন্ধকারে রেললাইনে তিনটি দেহ পড়ে থাকতে দেখে আমরা আতঙ্কিত হয়ে যায়। কীভাবে এরা এখানে এল, সেটা ভাবতেই গা শিউরে উঠছে।”
রেল পুলিশ জানিয়েছে, প্রতিটি সূত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছে—সুইসার এই রাতের রহস্যের পর্দা কবে উঠবে।










Post Comment