insta logo
Loading ...
×

সিঁদুর খেলা নিয়ে এ কী বললেন সাংসদ?

সিঁদুর খেলা নিয়ে এ কী বললেন সাংসদ?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অপারেশন সিঁদুরের সাফল্যকে উদযাপন করতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। পুরুলিয়া সেনাবাহিনীর সাফল্য সেলিব্রেট করতে রাস্তায় নামলো সোমবারেও। এর আগে শনি ও রবিবার তৃণমূলের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে অপারেশন সিঁদুরে সেনাবাহিনীর সাফল্য ও বীরত্বকে মর্যাদা দিয়ে হয়েছিল মিছিল। এবার সাফল্য উদযাপন করতে ময়দানে বিজেপি। তবে দলীয় ব্যানারে নয়। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সাফল্যের পর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাতে পুরুলিয়া শহরে হলো তিরঙ্গা যাত্রা। এদিন বিকেলে ব্যানার, প্ল্যাকার্ড ও ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক স্লোগান তোলার মধ্য দিয়ে পুরুলিয়া রেল স্টেশন থেকে এই যাত্রা শুরু হয়। পুরুলিয়া শহরের একাধিক জায়গা দিয়ে ঘুরে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এই শোভাযাত্রা সমাপন করা হয়। ট্যাক্সি স্ট্যান্ডে শোভাযাত্রার শেষে সিঁদুর খেলায় মাতোয়ারা হয়ে ওঠেন মহিলারা।

তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো ,পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাশিপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো প্রমুখ।

সিঁদুর খেলায় অংশ নিয়ে পুরুলিয়ার বাসিন্দা ইন্দ্রানী পাল বলেন, ” সেনাবাহিনী আমাদের সিঁদুর অক্ষয় রাখতে প্রাণপণে লড়েছে৷ অপারেশন সিঁদুর-এর সাফল্য উদযাপন করতেই এই সিঁদুর খেলা।”

পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ” ২৫ বছর আগে অপারেশন বিজয়ে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কার্গিলে পাকিস্তানি জঙ্গি ও সৈন্যদের কীভাবে নিকেশ করেছিল আমরা দেখেছি। সেটাই অপারেশন সিঁদুর -এর মাধ্যমে আমরা আবার দেখতে পেলাম। দেখলাম ভারতীয় সেনাবাহিনী কীভাবে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিল। তাই সেই সেনাবাহিনীর সম্মানার্থে পুরুলিয়াতে রাষ্ট্রভক্ত দেশপ্রেমীরা মিছিল বার করেছিল। আমিও তাঁদের সঙ্গে ছিলাম। মায়েরা বোনেরা সিঁদুর খেলে অপারেশন সিঁদুর-এর বিজয়োৎসব পালন করছেন।”

Post Comment