নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রথযাত্রার রাতজুড়ে মুষলধারে বৃষ্টি নামতে পারে জেলাজুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রাতের মধ্যে বৃষ্টি আরও বাড়তে পারে। ইতিমধ্যেই বৃহস্পতিবার জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।

জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। বৃহস্পতিবার সর্বাধিক বৃষ্টি হয়েছে পাড়া ব্লকে, ৩৭.২ মিলিমিটার। তার পরেই রয়েছে কাশিপুর, যেখানে ২৭.৪ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে। নিতুড়িয়ায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার, আর বলারামপুরে ২৩.২ মিলিমিটার। ঝালদা এবং বাঘমুণ্ডিতে যথাক্রমে ১৭.২ ও ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানবাজারে ১৫ মিলিমিটার, পুঞ্চায় ১২ মিলিমিটার, সাঁতুড়িতে ১১.৬ মিলিমিটার ও হুড়ায় ১০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুলনামূলক কম বৃষ্টি হয়েছে বরাবাজারে ৭ মিলিমিটার, জয়পুরে ২.৬ মিলিমিটার এবং হাতোয়াড়ায় ১.৪ মিলিমিটার।
জেলার গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.৯২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, এবং ন্যূনতম তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
Post Comment