insta logo
Loading ...
×

সাধের লাউ কৃষকদের চোখে আনছে জল

সাধের লাউ কৃষকদের চোখে আনছে জল

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :

‘এক টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না লাউ’—এই মর্মস্পর্শী অভিযোগ শোনা গেল পুরুলিয়ার বলরামপুর সরকার-নিয়ন্ত্রিত সবজি আড়তে। গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে অনেক কষ্টে মাঠে চাষ করলেও কৃষকের হাতে এখন ফিরছে শুধু হতাশা আর লোকসান।

বুধবার সকালে বলরামপুর পাইকারি বাজারে দেখা গেল, অনেক কৃষক লাউ নিয়ে এসে বসে আছেন, কিন্তু বিক্রি তো দূর অস্ত—কেউ তার সবজি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, কেউ আবার বাজারেই ফেলে দিচ্ছেন। বাজারে হিমঘরের অভাবে পরদিন সেই সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষক চন্দন মাহাতো বললেন, “কেজি প্রতি এক টাকাতেও লাউ বিক্রি হচ্ছে না। বাজারে আনতে যে খরচ, তাও উঠছে না। এমন চলতে থাকলে চাষ বন্ধ করতে হবে, হয়তো আত্মহত্যাও করতে হবে।”

শুধু লাউ নয়, বাইরে থেকে আসা টমেটোও বাজারে বিক্রি হচ্ছে না। ব্যাবসায়ীরা বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন সেই টমেটো। এমনকি গরুরাও সেই সবজি খেতে চাইছে না—এমন দৃশ্যও ধরা পড়ল আড়তে।

কৃষকদের অভিযোগ, সারা বছর চাষের খরচ—সার, বীজ, কীটনাশক—সবই বেড়েছে। অথচ উৎপাদিত সবজির দাম মিলছে না। দাম একটু বাড়লেই বাজারে হাজির হয় প্রশাসনের স্পেশাল টাস্ক ফোর্স। কিন্তু যখন কৃষক লোকসানে পড়ে সবজি ফেলে দিচ্ছেন, তখন প্রশাসনের কোনো হেলদোল নেই।

কৃষকরা আরও জানান, ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালানো যাচ্ছে না। এই আর্থিক দুর্দশা থেকে বের হতে না পারলে আগামী প্রজন্ম অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই।

প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Comment