নিজস্ব প্রতিনিধি,সাঁতুড়ি:
জঙ্গল থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সাঁতুড়িতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জিতেন মুদি (৫৮)। তার বাড়ি মুরাড্ডি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন জিতেন বাবু। রাতে আর ফেরেননি। সকালে বাড়ির অদূরে জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি গাছে তাকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় সাঁতুড়ি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান মুরাড্ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে । সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই প্রৌঢ়কে মৃত বলে জানান। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।
Post Comment