নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জামাই ষষ্ঠী মানেই শাশুড়ি মায়েদের মেয়ে-জামাইকে আদর-আপ্যায়ন। সেই সঙ্গে তাদের মঙ্গল কামনা করা |রবিবার জামাই ষষ্ঠীতে যখন সকলে জামাই বন্দনায় ব্যস্ত। তখন ভিন্ন ছবি দেখা গেল ঝালদায়। জামাই ষষ্ঠীকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন হল। ঝালদার মসিনা পশ্চিমাঞ্চল দূর্গা পূজা সমিতির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন হয়
ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ কমিউনিটি হলে| পশ্চিমাঞ্চল দূর্গাপূজা সমিতির সম্পাদক পার্থসারথি মাহাত, সদস্য আনন্দ রুংটা জানান, বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান কমে গিয়েছে। ফলে থ্যালাসেমিয়া রোগী , রক্তাল্পতায় ভোগা রোগীরা সমস্যায় পড়ছেন। তাদের কথা মাথায় রেখেই জামাইষষ্ঠীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে ৫০ জন রক্তদান করেন।
Post Comment