নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
পারিবারিক বিবাদের জেরে শ্যালককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন জামাইবাবু । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁতুড়ি থানার সাধুশালতোড় গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সুকুমার গরাই। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এম এম পিস্তল ও ছয় রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে সাধুশালতোড় গ্রামের বাসিন্দা অভিযুক্তের শ্যালক লালচাঁদ গরাই সাইকেলে চাল নিয়ে লেদাশোন যাচ্ছিলেন। অভিযোগ, ভগাবাঁধ রোডের সংযোগস্থলে আচমকাই সুকুমার গরাই লালচাঁদের পথ আটকে দেয়। হঠাৎ কোমর থেকে পিস্তল বের করে শ্যালকের দিকে তাক করে গুলি করার চেষ্টা করে অভিযুক্ত। আতঙ্কিত লালচাঁদ কোনওভাবে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি, সেই সময় পিস্তলটি মাটিতে পড়ে যায়। পরে সুকুমার সেটি তুলে নিয়ে হুমকি দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহই এই হামলার মূল কারণ। প্রায় ১৭ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে সুকুমার গরাইয়ের সঙ্গে গায়ত্রী গরাইয়ের বিয়ে হয়েছিল। তাঁদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য কলহের জেরে গত এক বছর ধরে গায়ত্রী বাপের বাড়িতে থাকছেন। বধূ নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হওয়ার পর থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদ তীব্র হয়। কয়েক দিন আগেও শ্যালক-জামাইবাবুর মধ্যে হাতাহাতি হয়েছিল, যার জেরে দু’পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।এদিনের ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে সাঁতুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।










Post Comment