insta logo
Loading ...
×

শেষ হলো বৃত্তি পরীক্ষা, মানবাজারে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে সমাপ্তি অনুষ্ঠান

শেষ হলো বৃত্তি পরীক্ষা, মানবাজারে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে সমাপ্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

পাঁচ দিন ধরে চলা বৃত্তি পরীক্ষা শেষে সোমবার মানবাজার আর.এম.আই স্কুলে ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবছরের পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হল। পরীক্ষার সমাপ্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিতুজুড়ি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র মাহাতো এবং কুমারী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বীরেন মাহাতো। জেলা বৃত্তি পরীক্ষার পরিচালনা কমিটির সম্পাদক সুব্রত মুখোপাধ্যায় জানান, “চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা আজ শেষ হলো। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২৬০ এবং জেলার বিভিন্ন জায়গায় মোট ৪৯টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

প্রতিটি সেন্টারে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। আয়োজকরা বলছেন, বিদ্যাসাগর ছিলেন আদর্শ শিক্ষক এবং শিক্ষার প্রতীক। পরীক্ষার পাশাপাশি বেশ কয়েকটি সেন্টারে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

মানভূম ভিক্টোরিয়া স্কুলে প্রায় ৫০০ জন অভিভাবক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে মোট ১২০০টি বৃত্তি প্রদান করা হবে, যার মধ্যে এককালীন বিশেষ বৃত্তি দেওয়া হবে ৯০ শতাংশের বেশি নম্বরপ্রাপ্তদের।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের শেষে বিভিন্ন সেন্টারে পরীক্ষার্থীদের জন্য চকলেট ও টিফিনের ব্যবস্থাও করা হয়, যা উৎসবের আবহ তৈরি করে।

Post Comment