insta logo
Loading ...
×

শিশু কন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

শিশু কন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নিজের শিশু কন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মা। ঘটনায় বিষক্রিয়ায় মৃত্যু হল শিশু কন্যার। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে মা। বুধবার সন্ধ্যায় বলরামপুর থানার লুকুইচাটানি গ্রামে‌র ঘটনা। মৃত শিশু কন্যার নাম গঙ্গামনি মুর্মু।বয়স আড়াই বছর। আবার শিশুকন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বলরামপুর এলাকায়।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় নিজের শিশু কন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেন লুকুইচাটানি গ্রামে‌র শান্তি মুর্মু। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাদের অচৈতন্য অবস্থায় বাঁশগড় গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বলরামপুর থানার পুলিশ। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা। কী কারণে বিষ খেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য গত ১১জুন পারিবারিক অশান্তির জেরে বলরামপুর থানার গার্গেরডি গ্রামের এক শিশু কন্যাকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন মা। সেই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মা বেঁচে গেলেও জলে তলিয়ে গিয়েছিল শিশু কন্যা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এক মায়ের শিশু কন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post Comment