insta logo
Loading ...
×

শিক্ষককে ঘিরে উত্তাল মানবাজারের গ্রাম, ‘যেতে দেবো না’, বলছে পড়ুয়ারা

শিক্ষককে ঘিরে উত্তাল মানবাজারের গ্রাম, ‘যেতে দেবো না’, বলছে পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

প্রিয় শিক্ষককে ঘিরে আবেগঘন প্রতিবাদ। পুরুলিয়ার মানবাজার ব্লকের গোপালনগর চক্রের চল্লা প্রাথমিক বিদ্যালয় সাক্ষী থাকল এমন ঘটনার। বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় শিক্ষকের বদলির বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে একজোট হলো খুদে পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। দাবি, যেভাবেই হোক এই বিদ্যালয়েই রাখতে হবে শিক্ষক সুরেশ চন্দ্র গোপ মণ্ডলকে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চল্লা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট ৫৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। শিক্ষক আছেন তিনজন। এদের মধ্যেই গত ১৬ বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষকতা করছেন সুরেশবাবু। শুধু পাঠদান নয়, পড়ুয়াদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে আত্মীয়তার মতো সম্পর্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের সঙ্গে। সম্প্রতি তাঁর বদলির আদেশ আসতেই বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি, যেতে দেবেন না প্রিয় শিক্ষককে।

কিন্তু ডিপিএসসি-র আদেশে বিদ্যালয় ছাড়তেই হচ্ছে এলাকার জনপ্রিয় শিক্ষক সুরেশচন্দ্র গোপ মণ্ডলকে।

Post Comment