নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
শিক্ষকদের ঐক্য, কল্যাণ ও আত্মসম্মান রক্ষার অঙ্গীকারে গত বৃহস্পতিবার পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর জেলা সংগঠনের বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে জেলার প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক আবহের পাশাপাশি এদিনের সভায় উঠে আসে শিক্ষকদের দাবি-দাওয়া ও প্রশাসনিক সমস্যা সমাধানের বাস্তব দৃষ্টিভঙ্গি। জেলা সম্পাদক হর প্রসাদ রজক মহাশয় সংগঠনের বর্তমান লড়াই ও রাজ্য নেতৃত্বের ভূমিকার উপর আলোকপাত করেন। তিনি জানান, সিএএস, ডাব্লুবিএইচএস, এবং সাম্প্রতিক আলোচিত ‘শিক্ষকদের টিইটি ইস্যু নিয়ে সংগঠন আশাবাদী এবং রাজ্য নেতৃত্বের উদ্যোগ ইতিমধ্যেই ইতিবাচক ফল দিচ্ছে।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যে, শিক্ষকদের জন্য রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী পোস্ট স্যাংশনিং মেমো প্রদানের দাবিতে আন্দোলন হবে। পাশাপাশি, বর্তমান রোস্টার সংশোধনের দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের গ্রুপ মেডিক্যাল ইন্স্যুরেন্স “ভরসা” নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা কনভেনর সাজিতব্য মাহাত। তিনি সদস্যদের স্বার্থরক্ষায় ইন্স্যুরেন্স সুবিধাগুলি আরও কার্যকর করার দিকনির্দেশ দেন।
দিনের বিশেষ আকর্ষণ ছিলেন বিশ্বজোড়া পরিচিত “সাইকেল ম্যান” অক্ষয় ভগত, যিনি তার বিশ্বভ্রমণের অনন্য অভিজ্ঞতা উপস্থিত শিক্ষক সমাজের সঙ্গে ভাগ করে নেন। তাকে উষ্ণ সংবর্ধনা জানান জেলা সম্পাদক হর প্রসাদ রজক। অক্ষয় ভগতের সাহস, অধ্যবসায় ও মানবিক বার্তা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
শেষ পর্বে পুরুলিয়ার ‘সুর সাধনা’ সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা এবং দিদিমনিদের আবৃত্তি অনুষ্ঠান সভায় ভিন্ন মাত্রা যোগ করে।










Post Comment