নিজস্ব প্রতিনিধি , আড়শা:
অযোধ্যা পাহাড়ের জঙ্গল থেকে কেটে আনা শাল গাছের বল্লা হাটে নিয়ে যাওয়ার পথে বন দফতরের জালে পড়ল পাচারকারীরা। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোরে আড়শার ভুদা মোড় এলাকা থেকে প্রায় ১৫০টি শাল বল্লা উদ্ধার করল পুরুলিয়া বন বিভাগের আড়শা ও অযোধ্যা রেঞ্জের কর্মীরা। অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ১৮টি সাইকেল।

সিরকাবাদ সংলগ্ন ভুদা মোড়ে অযোধ্যা পাহাড়ে ওঠার মূল সড়কে রাতভর ক্যাম্প করেন বন কর্মীরা। শনিবার ভোরে শাল বল্লা বোঝাই সাইকেলগুলি সেনাবনা সাপ্তাহিক হাটের দিকে যাওয়ার সময় আটকানো হয়।

বন দফতর সূত্রে খবর, পাঁচ থেকে ছয় বছর বয়সী শাল গাছ কেটে সমতলে হাটে বাজারে বিক্রি করার প্রবণতা বাড়ছে। এইভাবে অবাধে গাছ কাটার ফলে দিন দিন জঙ্গলের ঘনত্ব কমছে। সেই কারণেই শুক্রবার রাত থেকে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় বন দফতর।
Post Comment