নিজস্ব প্রতিনিধি, হুড়া :
শবর জনজাতির মহিলা-পুরুষদের হাতে এবার প্রথম সূচনা হলো হুড়ার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার। হুড়ার নিমতলা মোড়ের কাছে নির্মীয়মাণ জগন্নাথ মন্দির চত্বরে এ বছর একাদশ বর্ষে পড়ল এই আয়োজন। এই প্রথমবার, শবর ও কালিন্দী জনজাতির মানুষদের সরাসরি অংশগ্রহণে শুরু হল রথের টান। রীতি মেনে শবর কন্যারা ঝাঁটা দিয়ে রথযাত্রার পথ পরিস্কার করেন। থুপি শবর, চঞ্চলা শবর, সঞ্জয় শবরসহ শবর মহিলারা প্রদীপ প্রজ্জ্বলন করেন। শবর পুরুষেরা হাতে ধরেন রথের দড়ি, শুরু হয় জগন্নাথের শুভযাত্রা।

পুরাণকথা অনুযায়ী, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে না পেয়ে হতাশ হয়ে পড়লে জানতে পারেন, তিনি নীলমাধব রূপে পূজিত হচ্ছেন শবর জনজাতির বিশ্ববসুর কাছে। বিশ্ববসুর নিষ্ঠায় মুগ্ধ হয়ে রাজা তাঁর সহায়তায় কাঠের মূর্তিতে জগন্নাথকে স্থাপন করে পুজো শুরু করেন। সেই আখ্যানের স্মরণে, শবরদের সক্রিয় অংশগ্রহণকে মর্যাদা দিতেই হুড়ার রথযাত্রার এই উদ্যোগ।
মন্দির কমিটির সদস্য চঞ্চলকুমার সেন জানান, চিরাচরিত রীতিনীতির মধ্যে থেকেও এবছর আমরা নতুন এক অধ্যায়ের সূচনা করেছি। শবর সমাজের অংশগ্রহণ এই উৎসব আমাদের কাছে পরম প্রাপ্তি।

নিমতলা মোড়ের মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে হুড়া বাজার পরিক্রমা করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
Post Comment