নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
সাউথ ক্যালকাটার ল কলেজের এক আইনের ছাত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দ্বারা গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উঠছে প্রতিবাদের ঝড়। ঘটনার বিচারে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন এআইডিএসও-র বিশ্ববিদ্যালয় ইউনিট।
সংগঠনের তরফে দাবি জানানো হয়, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং রাজনৈতিক সন্ত্রাস ও ‘থ্রেট কালচার’-এর অবসান ঘটাতে হবে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য কৃষ্ণা সহিস। তিনি বলেন, “নারী নির্যাতনের বিরুদ্ধে ছাত্রসমাজ একজোট হয়েছে। আমরা প্রশাসনের কাছে জবাবদিহি চাই।”
একই দাবিতে গতকাল পুরুলিয়ার মানভূম মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে ওই
সংগঠন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ভবতারণ কুমার ও জেলা সভাপতি তন্ময় মহাপাত্র।
Post Comment