নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া -কোটশিলা রেল শাখার গৌরীনাথধাম রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম জয়দেব দুবে(৩২)। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামে। ওই সিভিক ভলান্টিয়ার পুরুলিয়া মফস্বল থানায় কর্মরত ছিলেন।
জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া – গৌরীনাথধাম রেলস্টেশনের মাঝে রেললাইনের পাশে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রেল পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই সিভিক ভলান্টিয়ারের কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে রেল পুলিশ।











Post Comment