নিজস্ব প্রতিনিধি, আড়শা:
আড়শা ব্লকের তুম্বা গ্রামে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন শতাধিক মহিলা। বৃহস্পতিবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হন ১৫টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা। তাঁদের অভিযোগ, বর্ষার শুরুতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় জমে থাকা জলে গর্তগুলো ডোবার আকার নিয়েছে।
জানা গেছে, আড়শা পলপল মোড় থেকে তুম্বা হয়ে জয়পুর পর্যন্ত মোরাম পিচের রাস্তা দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ক্ষতবিক্ষত। বিশেষ করে আড়শা আশ্রম থেকে তুম্বা গ্রামের নদীঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অসুস্থ মানুষ বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। বর্ষা নামতেই যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। অনেক গাড়িচালক এখন ওই পথে যেতে চাইছেন না।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সরস্বতী মাহাত ও শান্ত মাহাত বলেন, “প্রায় দু’বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। দুর্ঘটনা লেগেই আছে। এখনই যদি সংস্কার না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
এই প্রসঙ্গে আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার জানান, “রাস্তাটি পাকা করার বিষয়ে জেলাস্তরে পরিকল্পনা করে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে।”
Post Comment