নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
রবিবার সকালে আগুন লেগে জখম হলেন একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বাঘড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা সামায়ুন আনসারির বাড়িতে রান্নার সময় আচমকা আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের অন্যান্য অংশ ও পাশের মুদিখানার দোকানে। আগুন নেভাতে গিয়ে ঝলসে যান সামায়ুন, তাঁর স্ত্রী গুলশন বিবি, ছেলে দিলখুস ও নাসিমা বিবি।
স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশ আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
পুরুলিয়া শহর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় দুটি মোটর বাইক, একটি ব্যাটারি চালিত স্কুটি, দোকানের মালপত্র ও ঘরের বিভিন্ন আসবাবপত্র।
Post Comment