নিজস্ব প্রতিনিধি, আড়শা,:
সামনেই ২৭ শে জুন শুক্রবার রথযাত্রা। তার আগে রথযাত্রায় শান্তি বজায় রাখতে বৈঠক হল আড়শায় । মঙ্গলবার বিকালে আড়শা থানার উদ্যোগে এই বৈঠক হয়। ধর্মীয় উৎসব ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে এলাকায় না ঘটে তার জন্যেই এই বৈঠকের আয়োজন বলে থানা সূত্রে জানা গিয়েছে।। উপস্থিত ছিলেন আড়শা থানার ওসি বিশ্বজিৎ সরকার সহ পুলিশ আধিকারিকরা।
Post Comment