insta logo
Loading ...
×

রঘুনাথপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

রঘুনাথপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

“রক্তদান জীবনদান”—এই মানবিক বার্তাকে সামনে রেখে রবিবার রঘুনাথপুর কর্মতীর্থ ভবনে আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। জেলার বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান রক্তের ঘাটতি মেটাতে মিশন মেকার্স এবং এ.এন. চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে মোট ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এই মহৎ কর্মসূচিকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। স্থানীয় সমাজসচেতন মানুষজন এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, সমাজে রক্তের অভাব দূর করতে এমন শিবির বারংবার আয়োজন হওয়া উচিত।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মিশন মেকার্স-এর সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সহ-সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, এ.এন. চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্য মিঠু মুখার্জী সহ অন্যান্য সদস্যরা। তাঁদের সক্রিয় সহযোগিতায় এবং সামাজিক দায়বদ্ধতায় এই শিবির সফলভাবে সম্পন্ন হয়।

Post Comment