নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ব্লকডাঙ্গা এলাকার একটি অতিথি আবাস থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম মিহির কুমার দাস (৫৫)। তিনি ওড়িশার জয়পুর জেলার বাসিন্দা। রঘুনাথপুরের একটি স্টিল কারখানায় কর্মরত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ব্লকডাঙ্গা এলাকায় একটি গেস্ট হাউসে ভাড়ায় থাকতেন।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁর ঘরের জানালা দিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Post Comment