insta logo
Loading ...
×

রঘুনাথপুরে মুখোমুখি বাইক সংঘর্ষে জখম পুলিশ দম্পতিসহ ৩

রঘুনাথপুরে মুখোমুখি বাইক সংঘর্ষে জখম পুলিশ দম্পতিসহ ৩

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

রাজ্য সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন তিনজন।
শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত শাঁকা রেলগেট সংলগ্ন পুরুলিয়া-বরাকর
রাজ্য সড়কে ওই দুর্ঘটনা ঘটে। জখমদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মী ও তাঁর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া থানার সহকারি সাব-ইন্সপেক্টর মৃণালকান্তি দাস ও তাঁর স্ত্রী তপতী দাস ওই সময় বাইকে করে যাচ্ছিলেন। অপর বাইকে ছিলেন মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের বাসিন্দা মফিকূল ইসলাম। তিনি পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে রঘুনাথপুরে কাজ করেন।
দুর্ঘটনায় দুই বাইকের আরোহীরা-ই ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে
জখমদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment