নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
এক বিশেষ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো । পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও রঘুনাথপুর থানার আয়োজনে সোমবার রঘুনাথপুর ব্লক কমিউনিটি হলে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই শিবিরে রঘুনাথপুর, পাড়া, নিতুড়িয়া ও আদ্রা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোট ৩৭৪ জন ব্যক্তি তাদের চক্ষু পরীক্ষা করান।
শিবিরের উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) রোহেদ শেখ, রঘুনাথপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা। ছিলো মধ্যাহ্ন ভোজনের আয়োজন।
Post Comment