নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
বাপের বাড়ি ঝাড়খণ্ডে। শ্বশুর বাড়ি পুরুলিয়া মফস্বল থানা এলাকায়। আর যুবতীর দেহ উদ্ধার জয়পুর থানার নারানপুরের অদূরে একটি গাছ থেকে। ঘটনা মঙ্গলবার। মৃতার নাম মিঠাইমণি মাহাতো (২৪)। তাঁর শ্বশুর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুলকা গ্রামে। এদিন সকালে জয়পুর থানার নারানপুর গ্রামের অদূরে একটি গাছের ডালে গলায় নিজের পরনের শাড়ির ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে জয়পুর থানার পুলিশ।
Post Comment