নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সাংগঠনিক কাজের সুবিধা হবে। এই লক্ষ্যে নতুন কার্যালয়ের নির্মাণ করেছিল জেলা বিজেপি। বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে, বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে রীতিমতোযজ্ঞ করে পুরুলিয়ায় উদ্বোধন হলো বিজেপির নতুন জেলা কার্যালয়। বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের কাজ কর্ম আরও সুশৃঙ্খল করতে বিশেষ কাজে আসবে পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায় অত্যাধুনিক কার্যালয়টি।
অত্যাধুনিক এই কার্যালয়ে কনফারেন্স রুম আছে। আছে জেলা সভাপতির জন্য আলাদা কক্ষ। থাকছে প্রযুক্তিগত সমস্ত সুবিধা।
বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদককে দলীয় তরফে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় এদিন। তাঁর হাতে তুলে দেওয়া হয় জেলার ঐতিহ্যমন্ডিত ছৌ নাচের মুখোশ।

গৈরিক ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। তিনি বলেন, “আমাদের কর্মকর্তারা দিন-রাত কাজ করেন। কর্মীদের কথা মাথায় রেখেই পুরুলিয়ায় দলের নতুন কার্যালয় উদ্বোধন হল।” তিনি আরও বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়া সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভার মধ্যে সাতটিতেই আমরা জয়লাভ করব।”
কার্যালয় উদ্বোধনের দিন নতুন খাতাও খুলল বিজেপি। কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকজন নেতা কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
Post Comment