নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
মোবাইলের আসক্তি কাটিয়ে পড়াশোনা ও সাহিত্যচর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিল ঝালদা সংস্কৃতি মঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে ঝালদা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০১১ সালের ১৪ই আগস্ট প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই ঝালদা ও পার্শ্ববর্তী এলাকার সংস্কৃতি চর্চা ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে ধরে রাখার চেষ্টা করে আসছে। শনিবারের এই অনুষ্ঠানে অঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত, শ্রুতিলিখন, নৃত্য, কুইজ ও যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝালদা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ৩০০-র বেশি ছাত্র-ছাত্রী।
প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বহু অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকা। অনুষ্ঠানে ঝালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর সাউ, সংস্কৃতি মঞ্চের সভাপতি অরূপ কুমার গোপ মণ্ডল, সম্পাদক সত্যপ্রিয় মাহাতো, গৌরচন্দ্র চন্দ্র, সনাতন খান-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সম্পর্কে অরূপ কুমার গোপ মণ্ডল বলেন, “বর্তমান প্রজন্ম মোবাইলমুখী হয়ে পড়ছে। তাদের আবার বইয়ের জগতে ফেরাতে কৃতীদের হাতে বই তুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজনের বিশেষ ব্যবস্থা ছিল। দিনের শেষে প্রতিযোগিতায় কৃতীদের হাতে শংসাপত্র ও পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
এই উদ্যোগ আগামী দিনে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে আশাবাদী ঝালদা সংস্কৃতি মঞ্চ।










Post Comment