insta logo
Loading ...
×

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন ! পুরুলিয়ায় ধৃত ৫

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন ! পুরুলিয়ায় ধৃত ৫

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মোবাইল চুরি করেছে এমন সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তপ্ত পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় গ্রাম। নিহত যুবকের নাম তাপস মহাপাত্র (২০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। এই ঘটনায় বুধবার ছয়জনের বিরুদ্ধে টামনা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের বাবা। এই ৬ জনের মধ্যে রয়েছেন একজন সিভিক ভলান্টিয়ার। পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে, একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কয়েকজন যুবক তাপসকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পথেই তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরাই তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায় বলে অভিযোগ। যেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় তদন্তে নেমে টামনা থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “এই মৃত্যুর ঘটনায় মামলা রুজু হয়েছে। পাঁচজন গ্রেফতার হয়েছে। পেশাগত পরিচয় যাই হোক, তদন্তে কোনও ছাড় দেওয়া হবে না।”

এদিন পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে তাপসের ময়নাতদন্ত হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফ করা হয়েছে।

Post Comment