insta logo
Loading ...
×

মালদা থেকে নিখোঁজ রঘুনাথপুরের যুবককে উদ্ধার পুলিশের

মালদা থেকে নিখোঁজ রঘুনাথপুরের যুবককে উদ্ধার পুলিশের

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর :

ব্যবসা সংক্রান্ত কাজে মালদা গিয়ে নিখোঁজ হয়ে যান রঘুনাথপুরের এক যুবক। শনিবার রঘুনাথপুর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই থানা এলাকার বামড়া গ্রামের বাসিন্দা গহরজান বিবি। অভিযোগের ভিত্তিতে রবিবার মালদা থেকে ওই যুবককে উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার ওই মহিলা পুলিশকে জানান, তার ছেলে মহম্মদ আরশাদ ওরফে আসাদ লিচু ব্যবসা সংক্রান্ত কাজে বৃহস্পতিবার দুপুরে মালদার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ওই মহিলা ফোন মারফত জানতে পারেন তার ছেলেকে কিছু অপরিচিত ব্যক্তি জোর করে আটকে রেখেছে। পুলিশ জানিয়েছে অভিযোগের প্রেক্ষিতে একটি অপহরণের মামলা রুজু করা হয়। তারপর তদন্তে নেমে রবিবার ওই যুবককে মালদা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তথ্য জানতে উদ্ধার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।

Post Comment