নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পুকুরে স্নান করতে নেমে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সকালে পুরুলিয়ার মানবাজার থানার জিতুজুড়ি গ্রামে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম মনসারাম পরামানিক (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই মনসারাম গ্রামসংলগ্ন একটি পুকুরে স্নান করতে যান। হঠাৎই তলিয়ে যেতে শুরু করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসীরা ছুটে আসেন। অনেক চেষ্টা করে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয় এবং দ্রুত মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।











Post Comment