নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বুধবার মানবাজার থানার উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির।
এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানবাজার ব্লক চত্বরে। এখানে সবুজায়নের লক্ষ্যে নানা প্রজাতির গাছ রোপণ করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র, মানবাজার থানার পুলিশ আধিকারিকরা এবং সিভিক ভলান্টিয়াররা।
উপস্থিত বক্তারা জানান, প্রকৃতিকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয়।
Post Comment