insta logo
Loading ...
×

মানবাজার গ্রামীণ হাসপাতালে জনসচেতনতামূলক স্বাস্থ্য শিবির

মানবাজার গ্রামীণ হাসপাতালে জনসচেতনতামূলক স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

“সুস্বাস্থ্যই সকল সুখের মূল”-এই মন্ত্রকে সামনে রেখে মঙ্গলবার মানবাজার গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত হলো একটি জনসচেতনতামূলক স্বাস্থ্য শিবির। পশ্চিমবঙ্গ নলবাহিত জল সরবরাহ প্রকল্প, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-র সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে অংশ নেওয়া সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, যেমন ব্লাড গ্লুকোজ, রক্তচাপ ও ওজন পরিমাপের পাশাপাশি ওষুধ বিতরণও করা হয়। এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন এবং এতে ভীষণ খুশি হন। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জাইকা প্রজেক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর উত্তম দে,
মানবাজার ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃনাল সিং সর্দার। সকলেই এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতেও আরও বেশি সংখ্যায় এই রকম কর্মসূচির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এই জনসচেতনতামূলক উদ্যোগ শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা প্রদানে নয়। বরং মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাও এর মূল লক্ষ্য। এটি নিঃসন্দেহে মানবাজার অঞ্চলের মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

Post Comment