নিজস্ব প্রতিনিধি, আড়শা:
“মাদক সেবন বন্ধ করুন, সুশীল সমাজ গড়ে তুলুন”। এই বার্তা নিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন হল আড়শায়। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে আড়শা থানার উদ্যোগে বেলডি গ্রাম ও পলপল মোড়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পাশাপাশি সাধারণ মানুষকে বোঝানো হয় মাদক খেলে বা ধূমপান করলে স্বাস্থ্যের কতটা ক্ষতি হয়। শিশুদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার বার্তা দেন পুলিশ আধিকারিকেরা। পদযাত্রায় হাঁটেন আড়শা থানার পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা। প্রসঙ্গত প্রতি বছর বিশ্ব জুড়ে ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে দিনটি পালিত হয়।
Post Comment