বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
বিছানায় শুয়ে আছে সে। আর শুয়ে বসে দিচ্ছে মাধ্যমিক। বলরামপুরের লালিমতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঞ্জলি সরেন। পরীক্ষার সিট চন্ডীতলা শিক্ষা নিকেতন। স্টিলের রড দিয়ে বাঁধা রয়েছে তার পা! এক বছর থাকতে হবে বেড রেস্টে। যমের দুয়ার থেকে তাকে ফিরিয়ে এনে এমনই নিদান ডাক্তারের। তবু অদম্য ইচ্ছা শক্তি আর কর্তৃপক্ষের সহৃদয়তায় আলাদা করে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে।

চন্ডীতলা শিক্ষা নিকেতন স্কুলের একটি আলাদা কক্ষে সে পরীক্ষা দিচ্ছে। যাতে সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে হেলান দেওয়া খাট ও টেবিলের ব্যবস্থা করা হয়েছে।
টিউশন পড়ে মামাবাড়ি ফিরছিল সে।গত একুশে ডিসেম্বর বলরামপুর চকবাজার এলাকায় একটি মালবাহি লরির চাকা তার সাইকেলকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মারাত্মক জখম হয় অঞ্জলি। একেবারে যেন যমের দুয়ার থেকে ফিরে আসে সে। ডান পা পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায়।
পায়ে হয়ে যায় গভীর ক্ষত! আশাই ছিল না পরীক্ষা দেওয়ার। তবু অদম্য ইচ্ছা শক্তির জোরে অসাধ্য সাধন করল সে।
Post Comment